শেরপুর নিউজ ডেস্ক: জুটি বেঁধে ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী। মুক্তির অপেক্ষায় আছে তাদের ‘কয়লা’ শিরোনামের আরও একটি সিনেমা।
আবারও জুটি বাঁধছেন নিরব-বুবলী। তবে সিনেমায় নয়, একটি স্টেজ শোতে একসঙ্গে দেখা যাবে তাদের। ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় আগামী ২৮ ডিসেম্বর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্মেন্স করবেন তারা।
বিষয়টি নিশ্চিত করে নিরব বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবেন। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।’
এক ভিডিও বার্তায় বুবলী বলেন, ‘আমার ভালোবাসার দর্শকদের জন্য আসাম আসছি। ভক্তরা প্রস্তুত থাকুন, অনেক বেশি আনন্দ হবে।’