Home / খেলাধুলা / পাকিস্তানের কোচিং প্যানেলে আবারও পরিবর্তন

পাকিস্তানের কোচিং প্যানেলে আবারও পরিবর্তন

শেরপুর নিউজ ডেস্ক: ভারত বিশ্বকাপে ব্যর্থতার পরই ঢেলে সাজানোর কাজ চলছে পাকিস্তানের ক্রিকেটে। অধিনায়ক তো পরিবর্তন হয়েছেই, কোচিং প্যানেলেও এসেছে নানা পরিবর্তন। সর্বশেষ হাই-পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইয়াসির আরাফাত।

সাবেক এই পেসার স্থলাভিষিক্ত হয়েছেন সাইমন হেলমটের। তবে হেলমটকে ছাটাই করা হয়নি, তিনি নিজেই সরে গেছেন। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্যক্তিগত ব্যস্ততার জন্য পাকিস্তানের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন না তিনি। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন লিগে কাজ করেন এই অস্ট্রেলিয়ান।

হেলমটের সিদ্ধান্তের পরই আরাফাতকে চূড়ান্ত করে পাকিস্তানের বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আপাতত এই সিরিজের জন্যই নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

পাকিস্তানের হয়ে ৩ টেস্ট, ১১ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে আরাফাতের। ইংলিশ কাউন্টি দল সারে ও সাসেক্সে কোচিংও করিয়েছেন কিছুদিন। এছাড়া নিউজিল্যান্ড ও হংকং জাতীয় দলে তার কাজ করার অভিজ্ঞতাও আছে।

বিশ্বকাপে আশা ভঙ্গ হওয়ায় টিম ডিরেক্টর মিকি আর্থার ও প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেয় পাকিস্তান। দুইটি দায়িত্বই পরে দেওয়া হয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে। তারা এখনো চুক্তিবদ্ধ থাকলেও কোনো দায়িত্বে নেই।

এছাড়া মরনে মরকেল ছেড়ে দেওয়ার পর পেস বোলিং কোচ করা হয় উমর গুলকে। এছাড়া স্পিন বোলিং কোচ বানানো হয় সাঈদ আজমলকে আর ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যাডাম হলিওককে।

Check Also

২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ইরান

শেরপুর নিউজ ডেস্ক: এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =

Contact Us