Home / আইন কানুন / প্রচারণায় প্লাস্টিক পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রচারণায় প্লাস্টিক পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও প্রচারণায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এমন নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের তা বাস্তবায়নের জন্য বলেছে ইসি।

ইসির উপসচিব মো: আতিয়া রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো বা নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার বন্ধের ব্যবস্থা নিতে হবে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচারে রয়েছেন।

 

Check Also

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা বাতিলই থাকবে

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + nineteen =

Contact Us