ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীর গুদামের তালা ভেঙে ৩০০ বস্তা ভূট্টা চুরি করেছে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে শেরপুর-কাজিপুর আঞ্চলিক বাইপাস সড়ক সংলগ্ন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, প্রতি বস্তা ৬০ কেজি করে ভুট্টা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরের অফিসারপাড়ার সোলায়মান সরকারের ছেলে শামীম সরকারের পশ্চিম ভরণশাহী এলাকায় গুদামে চলতি মৌসুমে ২৩০ টন ভূট্টা কিনে সংরক্ষণ করেছেন। তবে ওই গুদামে কোন নৈশ প্রহরী থাকে না। এ অবস্থায় গতকাল সোমবার দিবগত রাতের কোন এক সময় গুদামের তালা ভেঙ্গে ভেতর থেকে প্রায় ৩০০ বস্তা (৪৫০ মন) ভূট্টা ট্রাকে তুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
এতে ওই ব্যবসায়ীর প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালের দিকে গুদামে গিয়ে চুরির বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন ব্যবসায়ী শামীম সরকার। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ট্রাকসহ চোরাই মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত হয়েছে।