শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপি ওই কর্মশালার উদ্বাধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তৃতায় বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নিরপেক্ষ ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। এক্ষেত্রে কোনো শিথিলতা ও অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়াঁরি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী ও উপজেলা নির্বাচন অফিসার এসএম জাকির হোসেন।