Home / আইন কানুন / জাল ভোট হলে প্রিজাইডিং ও পোলিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে

জাল ভোট হলে প্রিজাইডিং ও পোলিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে

শেরপুর নিউজ ডেস্ক: কোথাও জাল ভোটের প্রমাণ পেলে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে ইসি হাবিব বলেন, আইডি কার্ডের ছবির সঙ্গে মিলিয়ে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করাতে হবে। কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেবেন। কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়।

‘নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে’ বলে হুঁশিয়ারি করেন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘কোনো টলারেন্স নেই, জিরো টলারেন্স। সততা, স্বচ্ছতা এবং সুন্দর ভোটের ব্যাপারে জিরো টলারেন্স। এটার জন্য সহযোগিতা কিন্তু সবার দরকার। প্রার্থীদের দরকার, তারা সহযোগিতা করবেন।’

নির্বাচন কমিশনার হাবিব বলেন, ‘আমার সঙ্গে এখানে যারা আছেন সবাই পরীক্ষিত। তারা আমাদের অনেক ইলেকশনে সহযোগিতা করে প্রমাণ করেছেন। তারা সঠিক নির্বাচনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগী হয়ে কাজ করছেন।’

‘নির্বাচন সুষ্ঠু করতে বয়স্ক কমিশনাররা শুধু জীবনটা দেওয়া ছাড়া সব কিছু করছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন। সবার সহযোগিতায় পৃথিবীর কাছে, নিজের বিবেকের কাছে যেন প্রমাণ করতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় পাথেয় হয়ে থাকে’ বলেন আহসান হাবিব খান।

Check Also

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের প্রজ্ঞাপন বাতিল

শেরপুর নিউজ ডেস্ক: ভারতে ৫০ জন বিচারকের প্রশিক্ষণে যাওয়ার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপন বাতিল করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 9 =

Contact Us