শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বুধবার (২৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে আরেক নির্বাচিত সরকারের কাছেই। আওয়ামী লীগ সংসদে আইন করে নির্বাচন কমিশন করে। ঠুঁটো জগন্নাথ চাই না। নির্বাচন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আগুন সন্ত্রাস আমরা দেখেছি আগেও। আমরা ভয় পাবো কাকে? জনগণ ভোট দেয়ার জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা জয়ী হবো।