সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / এলাকা থেকে মাদক সন্ত্রাস দখল চাঁদাবাজি নির্মুল করা হবে-মজিবর রহমান মজনু

এলাকা থেকে মাদক সন্ত্রাস দখল চাঁদাবাজি নির্মুল করা হবে-মজিবর রহমান মজনু

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন শেরপুর ধুনট এলাকা থেকে মাদক সন্ত্রাস দখল চাঁদাবাজি নির্মুল করা হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন কাজ করেছে। দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থীদের বিপুল ভাবে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর উপজেলার ফুলজোড় হাইস্কুল মাঠে সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাকির হোসেন নবাব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব শাহ জামাল সিরাজী, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু ,আবু সাঈদ চেয়ারম্যান, প্রচার সম্পাদক আবিদ হাসান সুমন, আইন বিষয়ক সম্পাদক খালেদ মোশাররফ, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, কামরুজ্জামানের স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শিল্পী বেগম।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি এমএ মালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি , উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি, সাধারণ সম্পাদক সাকায়েত জামান নেহাল প্রমুখ।

Check Also

শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 1 =

Contact Us