ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শেরপুর আধুনিক চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পক্ষ থেকে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু সেবা ও চোখের চশমা প্রদান করা হয়। এই চক্ষু শিবির উদ্বোধন করেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু।
শেরপুর আধুনিক চক্ষু হাসপাতালের ডাঃ মোঃ কাওসার আহমেদ রোগীদের চক্ষু সেবা প্রদান করেন। এসময় হাসপাতালের মার্কেটিং অফিসার মোঃ আব্দুল কাদেও,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ এতিমখানার মোহতামিম হাফেজ মাওঃ জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন । এই চক্ষু শিবিরে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …