সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / নির্বাচন ঘিরে নাশকতার টার্গেট হতে পারে মেট্রোরেল

নির্বাচন ঘিরে নাশকতার টার্গেট হতে পারে মেট্রোরেল

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে ট্রেনে নাশকতার পর, মেট্রোরেলও টার্গেট হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস। এই কারণেই ইতোমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে, পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায়, সব স্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়াটা চ্যালেঞ্জ এমআরটি পুলিশের জন্য।

এখন পর্যন্ত বড় কোনো গোলযোগ ছাড়াই চলছে মেট্রোরেল। ঢাকার বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার ত্যক্ত-বিরক্ত নগরবাসী প্রথমবারের মতো নতুন এই বাহনে চড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ধাপে ধাপে চালু হওয়া ১৪টি স্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করছে কমপক্ষে দেড় লাখ যাত্রী।

তবে আসন্ন ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে গণপরিবহনের নাশকতা আর তেজগাঁওয়ে ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে চার যাত্রীর দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এ সময় কয়েকজন যাত্রী শঙ্কার কথা জানিয়েছেন । তারা জানিয়েছেন, বাসে-ট্রেনে যেভাবে নাশকতা, হামলা হচ্ছে তা মেট্রোরেলেও পড়তে পারে। এ অবস্থায় মেট্রোরেল ও যাত্রীর নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Check Also

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: জামালপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা জান্নাতকে (২২) হত্যার অভিযোগে স্বামী উজ্জ্বল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Contact Us