সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বরিশালে আওয়ামী লীগের জনসভা শুরু, শহরজুড়ে জনস্রোত

বরিশালে আওয়ামী লীগের জনসভা শুরু, শহরজুড়ে জনস্রোত

শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে এ সভা শুরু হয়। বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি এখন জনস্রোতে পরিণত হয়েছে।

জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এছাড়া বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সভামঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও। জনসভায় সভাপতিত্ব করেণ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ।

এদিকে দীর্ঘ ৫ বছর পর দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমণে তাকে এক নজর দেখার জন্য সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল, ব্যানার, ফ্যাস্টুন নিয়ে হাজার-হাজার নেতাকর্মী যোগ দেন সভাস্থলে। জনসভাস্থলমুখী মি‌ছিলগু‌লো‌তে নানা রঙের শাড়ি পরা নারী ও টুপি পরা পুরুষ‌দের উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠেছে সড়কগু‌লো। ব‌রিশাল এখন মি‌ছি‌লের নগরে পরিণত হ‌য়ে‌ছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো ব‌রিশা‌লে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

Check Also

ষড়যন্ত্র-চক্রান্তের কাছে আমরা মাথানত করব না: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে ষড়যন্ত্র শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 1 =

Contact Us