শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র পিতা মরহুম মুন্সী আব্দুল মালেক এঁর ৪৮ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছেলে আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। এরপর বাদ জোহর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ জহুরুল ইসলাম। এসময় মরহুমের ছোট ছেলে মুন্সী মুনছুরুল হক নায়না, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন,মসজিদের কোষাধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদসহ মসজিদের মুসুল্লিবৃন্দ ও ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে এতিমখানার এতিম শিক্ষার্থীদের রান্না করা খাবার খাওয়ানো হয়। আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু সহ উপস্থিত মুসল্লিগণ এতিমখানার শিশু কিশোরদের সাথে দুপুরের খাবারে অংশ গ্রহন করেন। উল্লেখ্য শেরপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক মরহুম মুন্সী আব্দুল মালেক ১৯৭৫ সালের ২৯ ডিসেম্বর ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন।