Home / আইন কানুন / নির্বাচনে ইসির পর্যবেক্ষক কার্ড পাচ্ছেন জাপানের ১৬ জন

নির্বাচনে ইসির পর্যবেক্ষক কার্ড পাচ্ছেন জাপানের ১৬ জন

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হতে আবেদন করা জাপানের ১৬ জনকে ‘পর্যবেক্ষক’ কার্ড দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৯ ডিসেম্বর) ওই চিঠি ইসিতে পৌঁছেছে।

চিঠিতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদনকৃত ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর ও সদর দফতর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর থেকে তাদের নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণের ব্যাপারে অনাপত্তি জ্ঞাপন করেছে।

এই অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় যে ১৬ জনের নামে পর্যবেক্ষক কার্ড ইস্যু করতে বলেছে, তারা হলেন, মাসাতো ওয়াতানাবে, কাজুয়োশি পল কুরোদা, অ্যানরি উনো, কিমিনোরি ইওয়ামা, তাতসুয়া মাচিদা, শিম্মুরা কাতসুমি, তোমো মিনামি, কোবায়শি ইয়োশিয়াকি, কানা কোবায়াশি, তাইচি কুদো, হারুতা হিরোকি, কাওয়াই হিরোশি, আতসুশি কাতো, ওয়াতারু কাইয়া, ইয়াকুয়েমা, তাকুয়েমা।

Check Also

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Contact Us