Home / বগুড়ার খবর / বগুড়ায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ

বগুড়ায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহনাস রিপুর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের সপ্তবদী মার্কেট, বিআরটিসি মার্কেট ও শাপলা মার্কেটে এ গণসংযোগ করা হয়।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, বন ও পরিবেশ সম্পাদক শেরীন আনোয়ার জর্জিস, সাইদুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, পৌর আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী রাসেল, এস এম তারিক, যুবলীগ নেতা লিটন, রিপন, তাঁতী লীগ নেতা শাহনেওয়াজ সুমন, ইব্রাহীম সেলিম, তারেকসহ প্রমুখ।

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নৌকা দেশের উন্নয়নের পথ দেখায়। বগুড়ার মানুষ গত উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছিলে। এই নির্বাচনে আপনাদের ভোটে নৌকা আবারও বিজয় লাভ করবে। রাগেবুল আহসান রিপুর এমপি নির্বাচিত হবার পর অল্প সময়ে বগুড়ার অনেক উন্নয়ন করেছেন। বগুড়ার মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করছেন। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Contact Us