শেরপুর নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম দিন আগামীকাল সোমবার থেকে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় শৈত্যপ্রবাহ বা শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনাও কম।
গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী সোমবার থেকে তাপমাত্রা ১ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ের মধ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে।
নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রার বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আংশিক শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।
এ নিয়ে টানা ১৫ দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো।