সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আজ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল

আজ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল সার্ভিস আজ রবিবার থেকে সবগুলো স্টেশন যাত্রা বিরতি দেবে। এই রুটের মোট ১৬ স্টেশন রয়েছে। এরমধ্যে ১৪ স্টেশনে আগে থেকেই মেট্রোরেল চলাচল করত। শুধুমাত্র শাহবাগ ও কাওরানবাজার স্টেশন দুটি বাকি ছিল। যা আজ রবিবার থেকে এই স্টেশন দুটি খুলে দেওয়া হচ্ছে। এর ফলে উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ ম্যাস র‌্যাপিট ট্রানজিট (এমআরটি) লাইন-৬ রুটের সবগুলো স্টেশনে চলাচল করবে মেট্রোরেল সার্ভিস। এখন শুধু কমলাপুর মেট্রো স্টেশনটি বাকি থাকবে। যা ২০২৫ সালের জুনের মধ্যে চালু হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)’র কর্মকর্তারা জানান।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ‘২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল সার্ভিসের উত্তরা-আগারগাঁও অংশ চালু করা হয়। এই অংশের এক বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। গত এক বছরে মেট্রোরেল চলাচল করা যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে প্রতিদিন ১ লাখ থেকে দেড় লাখ যাত্রী চলাচল করে মেট্রোরেল সার্ভিসে। এছাড়া গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু করা হয়। এই অংশে বতর্মানে ৫টি স্টেশন চালু আছে। রবিবার থেকে শাহবাগ ও কাওরানবাজার স্টেশন চালু করা হবে। তবে মেট্রোরেলের চলাচলের সময় আগের মতোই থাকবে। এই দুই স্টেশনে বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন থামবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।’

ডিএমটিসিএলের সূত্র জানায়, গতবছর ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ২৯ ডিসেম্বর থেকে উত্তরা-আগারগাঁও রুটে যাত্রী পরিবহন শুরু হয় মেট্রোরেলে। গত ৪ নভেম্বর আগারগাঁও-মতিঝিল অংশটি উদ্বোধন করা হয়। ৫ নভেম্বর থেকে এই রুটে যাত্রী পরিবহন করা হয়। বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই অংশে চলাচল করছে মেট্রোরেল সার্ভিস। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এমআরটি লাইন-৬ নির্মাণে ব্যয় হবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। উত্তরা-কমলাপুর পর্যন্ত মোট স্টেশন ১৭টি। এগুলো হলো-উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

এ বিষয়ে এম এ এন ছিদ্দিক জানান, উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল সার্ভিস। আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। প্রথমদিকে তিনটি স্টেশন দিয়ে এই অংশটি চালু করা হয়। আস্তে আস্তে সব স্টেশনগুলো চালু হচ্ছে। ৩১ ডিসেম্বর থেকে কাওরানবাজার ও শাহবাগ স্টেশন চালু হবে। পরবর্তীতে সময় বাড়ানো হবে। আগামী মার্চের মধ্যে উত্তরা-মতিঝিল পর্যন্ত পুরোদমে চলাচল করবে। শুক্রবার ছাড়া প্রতিদিন ১০ মিনিট পরপর মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উভয়দিকে চলাচল করবে।

Check Also

শহীদ মিনারের সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধর

শেরপুর নিউজ ডেস্ক: ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us