শেরপুর নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ফ্রান্স। জলবায়ু তহবিল হিসেবে বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। নতুন বছরের প্রথম ভাগেই এ চুক্তি সম্পন্ন হবে। প্রজেক্ট সিন্ডিকেটে প্রকাশিত এক কলামে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানিয়েছেন।
নতুন বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তার দেশের বিনিয়োগের সম্ভাব্য চিত্র তুলে ধরে ম্যাক্রোঁ বলেন, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর নির্দিষ্ট চাহিদা থেকে শুরু করব। ২০২৪ সালের প্রথম ভাগে ফ্রান্স এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন অভিযোজন মোকাবিলায় অর্থায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে। যার মধ্যে ফরাসি উন্নয়ন সংস্থা ১.১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে অবদান রাখবে। এ ছাড়া আইএমএফ নতুন ঋণ হিসেবে আরও ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত এসডিআর ছাড় দেবে। এর আগে গত সেপ্টেম্বরে দুই দিনের ঢাকা সফর করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ফ্রান্সের সহায়তা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।