Home / বগুড়ার খবর / শেরপুর-ধুনটে বিজয়ের পথে নৌকা

শেরপুর-ধুনটে বিজয়ের পথে নৌকা

শরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার শেরপুর-ধুনট আসনে মোট ৫ জন এমপি প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী মজিবর রহমান মজনু (নৌকা), ইসলামী ঐক্যজোট প্রার্থী নজরুল ইসলাম (মিনার), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী রাসেল মাহমুদ (মশাল), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মামুনার রশিদ (ডাব), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন)।
নির্বাচন অফিস সুত্রে জানাযায় ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে শেরপুর উপজেলা এবং ১০টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে ধুনট উপজেলা গঠিত। এই দুই উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৫২ হাজার ৪২২ জন। নতুন ভোটার সংখ্যা ৭৬ হাজার ৭৮৩ জন। শেরপুর উপজেলায় পুরোনো ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ২৭২ জন। নতুন করে ভোটার হয়েছেন ৩৩ হাজার ৯০৩ জন। আর ধুনট উপজেলায় পুরোনো ভোটার ২ লাখ ৬৪ হাজার ১৫০ জন। এ উপজেলায় নতুন করে আরও ৪২ হাজার ৮৮০ জন ভোটার হয়েছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
শেরপুর-ধুনট আসনে মোট ৫ জন এমপি প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলেও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজনু (নৌকা) ব্যাপকভাবে প্রচার প্রচারনা নির্বাচনি সভা সমাবেশ ও গনসংযোগ করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, ইতিমধ্যে তারা সাংগঠনিকভাবে দলীয় পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর মিটিং সম্পন্ন করেছেন। এখন পর্যায়ক্রমে উঠান বৈঠক এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্য প্রার্থীদের দু-চারটি পোষ্টার এখানে সেখানে দেখা গেলেও তাদের সভা সমাবেশ তেমন নজরে পড়েনি। শেরপুর ধুনট এলাকার নবীন প্রবীন অনেক ভোটারের সাথে আলাপ করে জানাযায় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজনু’র নৌকার পক্ষে এবার গনজোয়ার সৃষ্টি হয়েছে। শেরপুর-ধুনট আসনে এখন বিজয়ের পথে নৌকা। অনেক সাধারন ভোটারদের ধারনা বিপুলভোটে এবার নৌকার বিজয় হবে।

 

Check Also

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 16 =

Contact Us