শেরপুর নিউজ ডেস্ক: সংসদ নির্বাচনের অন্তত ৭০ আসনে দাপট দেখাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের বেশির ভাগই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এসব স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হওয়ার ঝুঁকিতে পড়েছেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থানের কারণে আওয়ামী লীগের সমর্থন পেয়েও বিপদে আছেন ১৪ দলীয় জোটের দুই শীর্ষ নেতা জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। ৯ আসনে আওয়ামী লীগের সমর্থন পেয়েও বেশ পিছিয়ে জাতীয় পার্টির প্রার্থীরা।
অন্যদিকে, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হওয়া চার এমপির বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। একটি আসনে বাবার বিরুদ্ধে মেয়ের শক্তিশালী অবস্থান অনেকের দৃষ্টি কেড়েছে। আরেকটি আসনে অসুস্থ বাবার অনুপস্থিতিতে কান্ডারির ভূমিকায় নেমে ভোটারদের মন জয় করেছেন মেয়ে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন শীর্ষ নেতার কাছ থেকে পাওয়া আসনভিত্তিক পর্যালোচনায় এমন ইঙ্গিত মিলেছে। প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন সরকারি দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। তাদের অনেকেই ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নির্বাচনী এলাকা পরিদর্শন করে এসেছেন। এ ছাড়া সমকালের স্থানীয় প্রতিনিধিদের তথ্য বিশ্লেষণেও পাওয়া গেছে এমন আভাস।
স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে থাকা আসনের মধ্যে রয়েছে– দিনাজপুর-৪, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, রংপুর-২, রংপুর-৫, গাইবান্ধা-২, গাইবান্ধা-৫, নওগাঁ-৪, নওগাঁ-৫, নওগাঁ-৬, রাজশাহী-২, রাজশাহী-৫, রাজশাহী-৬, সিরাজগঞ্জ-৫, পাবনা-১, পাবনা-৩, কুষ্টিয়া-১, কুষ্টিয়া-২, কুষ্টিয়া-৪, চুয়াডাঙ্গা-১, বরিশাল-৪, বরিশাল-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-২, টাঙ্গাইল-৫, জামালপুর-২, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৩, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৬, ময়মনসিংহ-৭, ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-১১, নেত্রকোনা-২, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, ঢাকা-১৯, ঢাকা-২০, গাজীপুর-১, গাজীপুর-৩, গাজীপুর-৫, নরসিংদী-৩, নরসিংদী-৪, রাজবাড়ী-১, রাজবাড়ী-২, ফরিদপুর-২, ফরিদপুর-৩, ফরিদপুর-৪, গোপালগঞ্জ-১, মাদারীপুর-৩, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, কুমিল্লা-৫, ফেনী-৩, নোয়াখালী-২, নোয়াখালী-৩, লক্ষ্মীপুর-১, লক্ষ্মীপুর-২, লক্ষ্মীপুর-৩, লক্ষ্মীপুর-৪, চট্টগ্রাম-১, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৫।