শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শহরের সেউজগাড়ী ও মালগ্রামে এক যুবক ও এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (১ জানুয়ারি) রাতে নিজ নিজ বাড়িতে আলাদাভাবে তারা আত্মহত্যা করেন।
আত্মহননকারী ২ জন হলো, শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকার মৃত মানিকের ছেলে ওয়াকিল আহমেদ বিশু (২৩) ও মালগ্রামের ইমরান হোসেন পল্লবের স্ত্রী নাসরিন বেগম (২৫)। ময়না তদন্তের জন্য পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই শামীম জানান, সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে শহরের সেউজগাড়ী আমতলা মোড় সংলগ্ন রেলওয়ের বস্তিতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে বিশু আত্মহত্যা করেন। এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।
স্থানীয় সূত্র জানায়, বিবাহিত এক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে বিশু আত্মহত্যা করতে পারেন বলে ধারণা এলাকাবাসির।
অপরদিকে, একই দিন রাত ৮ টার দিকে শহরের দক্ষিণ মালগ্রামে নাসরিন বেগম নামে এক নারী আত্মহত্যা করেন। তিনিও সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্বামী সৌদী আরব প্রবাসি। মালগ্রামে তিনি সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
তার আদি বাড়ি আদমদিঘী উপজেলার কউন্দগ্রামে। তার স্বামীর নাম ইমরান হোসেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ তার ভাড়া বাড়ির ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে এসআই শামীম জানান।