Home / রাজনীতি / সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের

সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রবিবার (৩১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্তোরার সভাকক্ষে সংগঠন অয়োজিত “দ্বাদশ সংসদ নির্বাচনে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা” শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

এসময় নির্বাচনের সময় কিংবা পরবর্তীকালে ২০০১ সালের অক্টোবরের মতো সম্ভাব্য সংখ্যালঘু বিরোধী সন্ত্রাস ঠেকানো এবং সব ধরণের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় অগ্রিম ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি অধ্যাপক নবেন্দু দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. দ্বিজেন ভট্টাচার্যের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক নবেন্দু দত্ত, বিষ্ণু গোপ, শিতাংশু গুহ, রীণা সাহা, দিলীপ নাথ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘অতীতের নির্বাচনকালীন ভয়াবহ অভিজ্ঞতা এবং অতি-সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশের সংখ্যালঘুরা আশঙ্কা করছেন যে, তাদের ওপর যে কোন সময় ২০০১, রামু, বা নাসিরনগরের মত ভয়াবহ মাত্রার আক্রমণ হতে পারে। এ নিয়ে দেশে তারা যেমন গভীর উৎকণ্ঠায় আছেন আমরাও তেমনি আমাদের আাত্মীয় স্বজনের জন্য উদ্বিগ্ন। দেশ-বিদেশে বহুল প্রচারিত ঘটনা ছাড়া সরকার কখনও সংখ্যালঘু নির্যাতকেদের বিচার করেনি। তাই চিহ্নিত সংখ্যালঘু নির্যাতক সন্ত্রাসীদের দেশের সংখ্যালঘু নাগরকিদের নিশ্চিহ্ন করার কার্যক্রম বিনা দ্বিধায় চালিয়ে যেতে কোন ভয় নেই।’

Check Also

নতুন ইসি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আশা বিএনপির

শেরপুর নিউজ ডেস্ক: নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 19 =

Contact Us