শেরপুর নিউজ ডেস্ক:বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ‘সমাজসেবায় গড়বো দেশে, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরে প্রদক্ষিণ করে জেলা পরিষদে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সামাজসেবার উপ-পরিচারক আবু সাঈদ মো. কাওছার রহমান।
এসময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আল মারুফ। এছাড়াও আরও বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।