Home / বগুড়ার খবর / নন্দীগ্রামে বিএনপি’র দুই নেতা গ্রেফতার

নন্দীগ্রামে বিএনপি’র দুই নেতা গ্রেফতার

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে নাশকতার মামলায় যুবদল ও স্বেচ্ছাদলের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে পৌর সদরের মাঝগ্রাম এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় এই দু’জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন মাঝগ্রাম এলাকার সাইফুল ইসলামের ছেলে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম শাহিন (২৭) ও উপজেলার দাসগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কোরবান আলী (৪০)। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, গত ১৯ নভেম্বর উপজেলার ইউসুবপুর-তেঘরী এলাকায় মহাসড়কে ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Check Also

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eighteen =

Contact Us