Home / রাজনীতি / বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে না : মঈন খান

বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে না : মঈন খান

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপির লক্ষ্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লিফলেট বিতরণকালে এ কথা বলেন মঈন খান।

আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি।

আব্দুল মঈন খান বলেন, ইলেকশন নয়, সিলেকশনে জনপ্রতিনিধি ঠিক হচ্ছে এবার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে এরই মধ্যে হয়ে গেছে, জনগণও তা জানে। দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা এ লিফলেট বিতরণ করছি। মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে গেছে যে, এটি কোনো নির্বাচন নয়- এটি নির্বাচনের নামে একটি খেলা মাত্র।

তিনি আরও বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। আমরা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছি না, এ নির্বাচন আমরা পরিহার করছি।

Check Also

নির্বাচন পরবর্তীতে সংস্কার চলমান রাখবে সে নিশ্চয়তা নেই: নাহিদ ইসলাম

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =

Contact Us