Home / রাজনীতি / সাংবিধানিক ধারা বজায় রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই: আনোয়ার হোসেন মঞ্জু

সাংবিধানিক ধারা বজায় রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই: আনোয়ার হোসেন মঞ্জু

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোটের নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা বহাল থাকলে বাংলাদেশ থাকবে, মানুষ থাকবে। সরকার পরিবর্তন বা নতুন সরকার গঠনের জন্য নির্বাচন পদ্ধতিই হচ্ছে উত্তমপন্থা। সে নির্বাচন সঠিক হোক বা প্রশ্নবিদ্ধ হোক না কেন সাংবিধানিক ধারা বজায় রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এ কারণে আমরা বাংলাদেশের সকল নির্বাচনেই অংশ নিয়েছি বলে দেশে সাংবিধানিক পদ্ধতি অক্ষুণ্ণ রয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি বাজারের বালুরমাঠে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, নির্বাচনকে অর্থবহ করতে আমরা গত ৩৮ বছরে দেশের সকল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন না হলে অসাংবিধানিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার ঝুঁকি থাকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতায় শূন্যতা দেখা দেয়। ফলে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, উন্নয়ন তথা ভাগ্যের পরিবর্তন বিঘ্নিত হয়। আমারা বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের শোষণ, বঞ্চনা, বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি। পাকিস্তানিরা বারবার আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে স্বাধীনতা যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। বঙ্গবন্ধুর নির্দেশে জনগণ স্বাধীনতা ছিনিয়ে আনতে বাধ্য হয়। আজ স্বাধীন বাংলাদেশে এই ধরনের সংগ্রামের প্রয়োজন নেই বলে আমাদেরকে বিভাজনের রাজনীতি পরিত্যাগ করে ঐক্যের রাজনীতি করতে হবে। উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে ঐক্য। আজকে দেশ গড়াই হচ্ছে রাজনীতির মূল কাজ।
তিনি বলেন, আমরা যেকোনো দল বা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারি কিন্তু এলাকার উন্নয়নের প্রশ্নে একতাবদ্ধ থাকতে চাই। মনে রাখতে হবে উন্নয়ন হবেই। ৩৯ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় আমাদের দৃঢ়বিশ্বাস ঐক্যের কোনো বিকল্প নাই। নেছারাবাদ (স্বরূপকাঠি) দক্ষিণাঞ্চলের একটি সমৃদ্ধ জনপদ হলেও এই উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন কাঙ্খিতমাত্রায় সাধিত হয়নি। এখানকার বেশকিছু অঞ্চল রয়েছে যা এখনো পশ্চাৎপদ। শিক্ষা-সংস্কৃতি-অর্থনীতি-কুটিরশিল্প-ক্ষুদ্রশিল্প ইত্যাদি ক্ষেত্রে স্বরূপকাঠির যেমন সুনাম রয়েছে আবার খাল-নদী দ্বারা বিভক্ত এই উপজেলাটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পিছিয়ে পড়া একটি অঞ্চল। সঠিক নেতৃত্বের মধ্যদিয়ে স্বরূপকাঠিকে একটি আধুনিক জনপদ হিসাবে গড়ে তোলা সম্ভব। যে কাজটি আমরা ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানীতে সক্ষম হয়েছি। পাশাপাশি যোগাযোগ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলের পশ্চাৎপদতা রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করে দূর করতে বহুলাংশে সফল হয়েছি।

জেপি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলের জন্য আশীর্বাদ। পদ্মাসেতুসহ তার ২০ বছরের রাষ্ট্র পরিচালনা কালে দক্ষিণাঞ্চলে যোগাযোগ অবকাঠামো নির্মাণে এক অবিস্মরণীয় ঘটনা। তার মন্ত্রিসভায় ১০ বছর যুক্ত থাকার সুযোগসহ ১৮ বছর আমরা মন্ত্রিত্ব করেছি। আসন্ন সংসদ নির্বাচনে আমাকে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের প্রার্থী করে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছেন। কিছু কিছু রাজনৈতিক দলের সংসদ নির্বাচন বর্জন করার কারণে যাতে নির্বাচন অংশগ্রহণমূলক হয় সে জন্য আবার স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও রয়েছে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এই ব্যবস্থা। কিন্তু এই সুযোগকে ব্যবহার করে কেউ কেউ নির্বাচনে প্রার্থী হয়েছেন। যাদের মধ্যে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া কালো টাকা মালিক, ইয়াবা ব্যবসায়ীরাও রয়েছে। সুস্থ সমাজ, নতুন প্রজন্ম, দরিদ্র জনগণ ও নারীদের নিরাপত্তার স্বার্থে এই সব দুর্বৃত্তদের নির্বাচনের মধ্যদিয়েই প্রতিহত করতে হবে। দেশের মানুষের জন্য ক্ষতিকর কিছুকে কমিয়ে রাখতে হবে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে পারলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবেই।

Check Also

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =

Contact Us