Home / দেশের খবর / আচরণবিধি লঙ্ঘন হার্ডলাইনে ইসি

আচরণবিধি লঙ্ঘন হার্ডলাইনে ইসি

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে এসে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় হার্ডলাইনে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ঠিক চার দিন আগে ডিসি-এসপিকে হুমকির অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রথম বারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল কমিশন।

তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগের এই প্রেসিডিয়াম সদস্য। এ আসনে বর্তমান এমপি আনোয়ার খান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট করছেন। এছাড়াও দ্বৈত নাগরিকত্ব (যুক্তরাষ্ট্র) থাকায় নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমীনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত সাপেক্ষে তার প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারলে সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আবারও মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য একটিই। সেটি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এর আগে গত রবিবারও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে একই ধরনের মন্তব্য করেন এই কমিশনার।

ইসির সংশ্লিষ্টরা বলছেন, সতর্ক, শোকজ, মামলার পরও আচরণবিধি লঙ্ঘন ঠেকানো যাচ্ছে না। লাগাম ছাড়া প্রার্থী, সমর্থক, নেতাকর্মীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের অন্তত ৪৯০টি নোটিশ প্রদান করে নির্বাচনি অনুসন্ধান কমিটি। শোকজ, তলব, জরিমানা ও মামলা করা হয় অনেকের বিরুদ্ধে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জাপার গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন।

পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে ইসির উপ-সচিব আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের নিকট ব্যাখ্যা প্রদান করেন। এছাড়া জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের উক্ত অভিযোগের সত্যতার বিষয়টি জেলা নির্বাচন অফিসার, লক্ষ্মীপুরকে তদন্তের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করলে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে উক্ত ঘটনার সত্যতা রয়েছে বলে তদন্ত প্রতিবেদন দিয়েছিল। এছাড়া নির্বাচনি অনুসন্ধান কমিটি উক্ত প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন মর্মে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ নির্বাচন কমিশনে প্রেরণ করেছেন। এরপর ঐ প্রার্থীকে নির্বাচন কমিশনে তলব করে। শুনানিকালে প্রার্থীপক্ষের বক্তব্য, জেলা নির্বাচন অফিসার, লক্ষ্মীপুর কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদন, নির্বাচনি অনুসন্ধান প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনায় প্রার্থী কর্তৃক নির্বাচনি অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।

প্রার্থিতা বাতিলের পর হাবিবুর রহমান পবন নিজেকে নিরপরাধ ও জুলুমের শিকার উল্লেখ করে রামগঞ্জের মানুষের জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্বাচনি প্রচারণা বন্ধ রাখার জন্য তার সমর্থকদের নির্দেশনা দেন। প্রার্থিতা বাতিলের বিষয়ে পবন উচ্চ আদালতে যাওয়ারও ঘোষণা দেন।

এদিকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে গতকালও কয়েক জন প্রার্থী ও তাদের সমর্থকে শোকজ করা হয়। এর মধ্যে রয়েছেন ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভারে সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, একই উপজেলার অ্যাডভোকেট বোরহান উদ্দীন ও মোবারক মাস্টার, মাকসুদুর রহমান তপু, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এম নবী হোসেন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম জাফর উল্লাহ, কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আন্জুম সুলতানা সীমাসহ আরও অনেকে।

আব্দুল হাইসহ চার জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা:নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ও শৈলকূপা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাকিমসহ চার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার শৈলকূপা উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম বাদী হয়ে শৈলকূপা থানায় এই দুটি মামলা করেন। মামলায় অপর আসামিরা হলেন—হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকু শিকদার ও শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা। এদিকে, ইসির নির্দেশনায় গত ২৪ ডিসেম্বর নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন শৈলকূপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তায়জুল ইসলাম।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না-ইসি আনিছুর :নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, কোনোভাবেই এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষনিক সেখানে পদক্ষেপ নিতে হবে। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থবিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোটের দিন গণপরিবহন চলবে: মোটরসাইকেলে নিষেধাজ্ঞা: এবার নির্বাচনের দিন গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে মোটরসাইকেল ও দূরপাল্লার বাস। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজার রহমান এ তথ্য জানান। জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি না দিতে, গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে ও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করার পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। জননিরাপত্তা সচিব বলেন, কিছু গুজব আসবে। গুজব আসবে আমরা অনুমান করতে পারছি। আমাদের কাছে সে রকম তথ্যও আছে।

Check Also

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, বাংলাদেশে আগের সরকারের সময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =

Contact Us