শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বগুড়া জেলা শাখা।
বুধবার (৪ জানুয়ারি) শহরের মুজিব মঞ্চে দুপুর ১২টার দিকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
জেলা ছাত্রলীগের সাধারণ আল মাহিদুল ইসলাম জয়ের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা একেএম আসাদুর রহমান দুলু, শাহাদৎ আলম ঝুনু, জাকির হোসেন নবাব, এমএ বাসেত, রুহুল মোমিন তারিক, শেরিন আনোয়ার জর্জিস, আলতাফুর রহমান মাসুক, আবু সুফিয়ান সফিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সজীব আহসান, উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আহসান হাবিব বাঁধন সহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাগেবুল আহসান রিপু বলেন, বাংলাদেশ গঠনে প্রতিটি লড়াই সংগ্রামে ছাত্রলীগ ছিল, থাকবে। ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশের উদ্ভব হয়েছিল। ছাত্রলীগ প্রতিটি আন্দোলনে প্রধান ভূমিকা পালন করে এসেছে। এসময় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে তার ভাষণে বলেছিলেন ‘২৩ বছরের ইতিহাস বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস’। তাই ছাত্রলীগকে বাদ দিয়ে এদেশের ইতিহাস লেখা সম্ভব নয়। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে দুপুর ১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। পরে দুপুর ১টার দিকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে শহরে আনন্দ র্যালী বের হয়। এতে ২ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুজিব মঞ্চে এসে শেষ হয়। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা।