Home / বিনোদন / জামানত হারালেন মাহিয়া মাহি

জামানত হারালেন মাহিয়া মাহি

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামানত হারিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি)। ওই আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

নির্বাচনের ফলাফলে দেখা যায় ৪ লাখ ৪০ হাজার ২১৯ জন ভোটারের এই কেন্দ্রে ভোট দিয়েছেন ২ লাখ ৪ হাজার ২৭২ জন। বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে মাহির প্রয়োজন ছিল অন্তত ২৫ হাজার ৫৩৪ ভোটের। কিন্তু ফলাফলে দেখা যায়, মাহি পেয়েছেন ৮ হাজার ২৬১ ভোট।

অন্যদিকে, এই আসনে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eighteen =

Contact Us