সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বিয়ের ছবি প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ

বিয়ের ছবি প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ

শেরপুর নিউজ ডেস্ক: বিয়ের সাজে একাধিক ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বিয়েতে এই অভিনেত্রী সেজেছেন লাল শাড়িতে। গা ভর্তি গহনায় একদম ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন মৌসুমী। এদিকে, তাঁর বর আবু সাইয়িদ রানা সেজেছেন সাদা- গোল্ডেন রঙ্গের শেরওয়ানি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন জুড়ে দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে, আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।’

রানার লেখা গল্পে মৌসুমী অভিনয় করেছেন। ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ছিল তাঁদের অন্যতম কাজ। বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘রানার সঙ্গে আগে থেকেই পরিচয়, এরপর ভালো লাগা ও ভালোবাসা। তার সঙ্গে চলার পর মনে হয়েছে, নির্ভরতার জায়গা পেয়েছি।
এমন একজনকে নিয়ে একটা জীবন পাড়ি দেওয়ার চ্যালেঞ্জটা নেওয়া যায়। রানা সাদা মনের মানুষ। আমি জীবনসঙ্গী হিসেবে তার মতো মানুষই সব সময় চেয়েছি। আশা করছি, আমাদের জীবনটা আরো পরিপূর্ণ হবে।’

মৌসুমী হামিদ আরো বলেন, ‘তিন বছর ধরে পরিবার থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছিল।

তবে ভালো একজন জীবনসঙ্গী খুঁজছিলাম। এরই মধ্যে রানার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। পরে আমরা দুজনই পরিবারকে জানিয়েছি। দুই পরিবার রাজি হওয়ার পর এই আনুষ্ঠানিকতা। আমার পরিবারের সবাই সাতক্ষীরা থাকে। সেখান থেকেই তারা ঢাকায় এসেছে। আমার বিয়ে নিয়ে তাদের আনন্দের সীমা নেই।’

Check Also

‘বিয়ে করতে খুব বেশি দেরি নেই,

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় বাংলার ছবির অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন খুব বেশি সময় নিতে চান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us