সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ব্যতিক্রমী নির্দেশ:দফায় দফায় ফুলেল শুভেচ্ছা নয়: নতুন শিক্ষামন্ত্রী

ব্যতিক্রমী নির্দেশ:দফায় দফায় ফুলেল শুভেচ্ছা নয়: নতুন শিক্ষামন্ত্রী

 

শেরপুর নিউজ ডেস্ক: সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে আসলেই কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা দেন। এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। এ ধারা চলতে থাকে দুই তিন মাস পর্যন্ত। এর ফলে কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন নতুন সরকারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক অফিস আদেশে মতবিনিময় সভায় বারবার ফুলেল শুভেচ্ছা না দেয়ার নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি বিকেল ৩ টায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রনালয়ের অধীন দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

শিক্ষামন্ত্রীর ব্যতিক্রমী এ ভাবনাকে ইতিবাচক বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

Check Also

প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =

Contact Us