সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / শেখ হাসিনাকে রাশিয়া প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে রাশিয়া প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেরপুর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তিনি বলেছেন, বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারির চেতনায় বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বিকশিত হচ্ছে। ঢাকায় রুশ দূতাবাসের ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবগঠিত সরকার প্রধানের পদে নিযুক্ত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) রুশ ফেডারেশন সরকার ও ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই। মিখাইল মিশুস্তিন আরও বলেন, সরকার পর্যায়ে দুই দেশের সক্রিয় কার্যক্রমে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতায় আরও জোরদার হবে বলে তিনি বিশ্বাস করেন, যা সম্পূর্ণভাবে দুই দেশকে লাভবান করবে। রাশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। এর আগে, শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Check Also

চট্টগ্রামে চিন্ময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =

Contact Us