শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী করা নিয়ে বিরোধে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৪জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-ওই গ্রামের আব্দুল লতিফ (৫৮) তাঁর স্ত্রী সালমা বেগম (৪৮) ও ছেলে জোবায়ের হোসেন (৩৩)।
অভিযোগে জানা যায়, উপজেলার ঘোড়দৌড় গ্রামে জনসাধারণের চলাচলের জন্য একটি রাস্তা রয়েছে। সেটি আব্দুল লতিফ ও রফিকুল ইসলামের পরিবারের অর্থায়নে নির্মিত হয়। পরবর্তীতে রাস্তাটি সংস্কার করা হলে ভ্যান-রিকসাসহ জনসাধারণের চলাচলে আরো সুবিধা হয়। কিন্তু একই গ্রামের বাকি মন্ডল ও তার লোকজন রাস্তাটি কেটে সংকুচিত করে ফেলেন। ফলে রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক গ্রাম্য শালিসী বৈঠক হলেও সমাধান হয়নি। তবে পায়ে হাটা রাস্তা দেওয়ার স্বীকারোক্তি দিলেও পরে সেটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে উভয় পরিবারের মাঝে বিরোধ দেখা দেয়। এদিকে ঘটনার দিন বিকেলে আব্দুল লতিফের জায়গার ওপর দিয়ে বাকি মন্ডলের লোকজন পাইপ লাইনের মাধ্যমে পানি নিতে চাইলে রাস্তা সংকুচিত করার বিষয়ে জানতে চান। এতে বাকি মন্ডলের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। এমনকি তাকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় তাদের মধ্যে তুমুল বাকবিত-া হয়। এরই জেরে বাকি মন্ডল ও তার লোকজন আব্দুল লতিফের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এমনকি বেধড়ক পেটায়। তাকে উদ্ধারে স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত আব্দুল লতিফের ভাই রফিকুল ইসলাম বলেন, প্রতিপক্ষের সশস্ত্র হামলায় আহতদের অবস্থা খুবই গুরুতর। বিশেষ করে আমার ভাই ও ছেলেকে অর্থপেডিক্স বিভাগে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রেজাউল করিম রেজা সাংবাদিকদের জানান, অভিযোগটি তদন্তপূর্বক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।