শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে সাইফুল ইসলাম নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়ে হয়েছে। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাতে গাড়িদহ ইউনিয়নের রামেশ^রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে গরু পালন ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় ১৪ জানুয়ারী রোববার সন্ধ্যায় গরুর পরিচর্যা শেষে গোয়াল ঘরে তুলে ঘুমিয়ে পড়ে। ওইদিন রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা দেওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে এবং কৃষক সাইফুল ইসলামের ঘর ও তার ছেলের ঘরের দরজার বাহির হতে সিটকারী লাগিয়ে দেয়। তার গোয়াল ঘর থেকে ২টি গাভি, ১টি ষাড়, ২ টি বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমি গরু পালন ও সামান্য কৃষি কাজ করে সংসার চালাই। আমার ৫টি গরু চুরি হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি। এই ক্ষতি আমি কিভাবে পুরণ করবো বুঝতে পারছিনা। প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এক বাড়ির ৫টি গরু চুরি হওয়া সত্যিই দুঃখজনক। গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
Check Also
শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …