শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে গ্যাস ট্যাবলেট খেয়ে মিজানুর রহমান (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে মামুরশাহী গ্রামের মতিউর রহমানের ছেলে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চত করেছেন শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
জানা যায়, সোমবার রাত ৮ টার দিকে পারিবারিহ কলহ করে নিজ ঘরের মধ্যে গিয়ে গ্যাস ট্যাবলেট খায়। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন টের পেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Check Also
ধুনটে নাশকতার মামলায় প্রবীন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও …