Home / বিনোদন / বিমান বাহিনীর কর্মকর্তা থেকে ‘মিস আমেরিকা’

বিমান বাহিনীর কর্মকর্তা থেকে ‘মিস আমেরিকা’

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ৫১ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস আমেরিকা’র খেতাব জিতেছেন মার্কিন যুদ্ধ বিমানের পাইলট ম্যাডিসন মার্শ। এর আগে, কলোরাডো রাজ্যের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েও প্রথম হয়েছিলেন ২২ বছর বয়সী এই সুন্দরী।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গেল রবিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ। তাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন এয়ার ফোর্সে কর্মরত অবস্থায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেতাব পেলেন ম্যাডিসন মার্শ। আর প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি।

মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না। একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।’

মার্কিন এয়ার ফোর্সের সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী তিনি।

Check Also

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তাসনুভা তিশার

শেরপুর নিউজ ডেস্ক: আউটডোর শুটিংয়ে এক যুবক সাংবাদিক পরিচয়ে প্রবেশ করেন। এরপর লুকিয়ে আপত্তিকর ভিডিও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Contact Us