শেরপুর নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ৭ ফেব্রুয়ারি তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে এ সফরে উভয় নেতা নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ-ভারত কানেন্টিভিটি, সীমান্ত হাট, বাণিজ্য সম্প্রসারণ, ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকার বিনিময় সংক্রান্ত বাণিজ্য সম্প্রসারণসহ নানান ইস্যু আলোচনায় স্থান পেতে পারে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি (সোমবার) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান।