শেরপুর নিউজ ডেস্ক: নতুন নির্বাচিত সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার পর রাষ্ট্রীয় সুযোগ–সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাজনৈতিক কারণে সংসদ সদস্যের সংখ্যা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যারা বলছেন এখন সংসদ সদস্য সংখ্যা ৬৪৮, তাঁরা সংবিধানকে সঠিকভাবে ব্যাখ্যা করছেন না।’
সংবিধানের ১২৩, ১৪৮ ও ৫৬ অনুচ্ছেদের ঊদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে কিংবা রাজনৈতিক কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাঁরা এমন বক্তব্য দিচ্ছেন। আর যদি সেটা না হয় তাহলে, তাঁদের সংবিধানের এইসব অনুচ্ছেদ সমন্ধে সম্যক জ্ঞান নেই।’
আইনমন্ত্রী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যভার গ্রহণ করার পর থেকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। আর আগামী ২৯ জানুয়ারি তারিখ পর্যন্ত একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা ঐ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।’
আনিসুল হক বলেন, ‘৩০ জানুয়ারি থেকেই নতুন সংসদ সদস্যরা এমপি হিসেবে সুযোগ-সুবিধা পাবেন। নতুন সংসদের অধিবেশন বসার পর বর্তমান সংসদ সদস্যদের মেয়াদ শেষ হবে।’
গত ৭ জানুয়ারির ভোটে ২২২টি আসন নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ১১ জানুয়ারি টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। একই দিন শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৬ মন্ত্রী–প্রতিমন্ত্রী।
নির্বাচনে না আসা বিএনপির নেতা–কর্মীদের দাবি, বর্তমান সংসদ না ভেঙেই নতুন সংসদ সদস্যরা দায়িত্ব নিয়েছেন।
আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওইদিন বিকেল ৩টায় বসবে অধিবেশন।