Home / বগুড়ার খবর / শিবগঞ্জে মানিকের ২ হাজার খাতা বিতরণ শুরু

শিবগঞ্জে মানিকের ২ হাজার খাতা বিতরণ শুরু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জে ২ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ খাতা বিতরণ শুরু করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তোহিদুর রহমান মানিক। বুধবার উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণকালে উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম ও অন্যান্য শিক্ষকগণ।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দিয়ে তোহিদুর রহমান মানিক বলেন, প্রতিবছরের মতো এবারও ৫ম বারের মতো শিক্ষার্থীদের হাতে শিক্ষার উপকরণ খাতা তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। জানুয়ারির শুরুতে শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে আমি নিজে এই খাতা তুলে দিই। পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ২ হাজার শিক্ষার্থীর হাতে খাতা তুলে দেওয়া হবে।

তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারাই একসময় মানুষের সেবা ও উন্নয়নমূলক কাজে অংশ নেবে। শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে তাই এই কার্যক্রম আমি অব্যাহত রাখবো।

Check Also

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Contact Us