Home / খেলাধুলা / স্বপ্ন আছে জাতীয় দলের অধিনায়ক হওয়ার-তাসকিন

স্বপ্ন আছে জাতীয় দলের অধিনায়ক হওয়ার-তাসকিন

 

শেরপুর নিউজ ডেস্ক: আজ (শুক্রবার) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা।

কুমিল্লা এবারও টপ ফেভারিটদের একটি হলেও সেই অনুসারে ঢাকা কিছুটা পিছিয়ে রয়েছে। যদিও বর্তমানে দেশের অন্যতম সেরা দুই পেসার আছেন ফ্র্যাঞ্চাইজিটির ডেরায়। আসর শুরুর আগে দলকে নেতৃত্ব দেয়ার প্রসঙ্গ উঠলে ঢাকার পেসার তাসকিন আহমেদ নিজের ইচ্ছার কথা জানিয়েছেন।

মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। ঢাকার নেতৃত্বভার উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে, তার সহ-অধিনায়ক হিসেবে আছেন এই টাইগার পেসার। এ সময় জাতীয় দলের অধিনায়কত্ব দেয়ার বিষয়ে জানতে চাইলে তাসকিন বলেন, ‘জি, অবশ্যই স্বপ্ন আছে। কেন নয়, সব খেলোয়াড়েরই নেতৃত্ব দেয়ার স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’

বিপিএলে নিজের দল ঢাকাকে নিয়ে তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি। আরো অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না।’

তবে স্কোয়াডে বাকি যারা আছেন, তাদের নিয়েই ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী তাসকিন বলেন, ‘যে দলটা আছে এটাই যদি গুছিয়ে ইউনিটি নিয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়। আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবো (সৈকতকে) সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার, দলকে জেতানোর।’

পরবর্তীতে তাসকিনের কাছ থেকে কেমন প্রত্যাশা এমন প্রশ্নের জবাবে ঢাকার অধিনায়ক সৈকত বলেন, ‘তাসকিন সিনিয়র ক্রিকেটার। অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে খেলছে সে। আর একজন পেসার হিসেবে এরই মধ্যে সে একটা উদাহরণ সেট করেছে যে কিভাবে সংগ্রাম করে ফিরে আসতে হয়। কিভাবে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে সব সময়ই তাসকিনের কাছ থেকে ভালো কিছু আশা করি।’

শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Check Also

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + ten =

Contact Us