শেরপুর নিউজ ডেস্ক: বিএনপিসহ বেশ কয়েকটি দলের বিরোধিতা সত্ত্বেও বড় কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ভোটের আগে নানা কথা বললেও একে একে নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ফলে জাতীয় নির্বাচনকে ঘিরে সব রকম চাপ থেকে মুক্ত হয়ে এখন স্থানীয় সরকারের ভোটে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। সবার আগে উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তারা। রোজার আগে মার্চের প্রথমার্ধেই প্রথম ধাপের নির্বাচন হতে পারে। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় সরব হতে শুরু করেছেন সরকারদলীয় সম্ভাব্য প্রার্থীরা। তবে জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করেনি বিএনপি। তবে দলীয় সরকারের অধীনে যে কোনো পর্যায়ের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত থাকায় নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে দলের নেতারা মনে করেন। এর আগে গত উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয়ভাবে অংশ নেয়নি দলটি। স্বতন্ত্রভাবে কোনো কোনো নেতা নির্বাচনে অংশ নিলেও তাদের দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা অটুট রাখতেই এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করেনি বিএনপির হাইকমান্ড। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও ভিন্ন কিছু হবে না।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এখন সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনে গেলে দলীয় ফোরামে আলোচনা-পর্যালোচনা করে নিজেদের করণীয় ঠিক করবে জামায়াত।
তা ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোট পেয়ে সাড়া ফেলেছিল এই দল। তবে গত বছরের ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর দুবার হামলার ঘটনা ঘটে। এরপর সিলেট, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বর্জন করে দলটি। সেই থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তেই আছে ইসলামী আন্দোলন।
বিএনপি নেতারা জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন তারা। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনও অব্যাহত রয়েছে। এ অবস্থায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। তবে এবার দলের কেউ স্বতন্ত্রভাবে ভোট করতে চাইলে বাধা দেওয়া নাও হতে পারে। যদিও এ বিষয়ে দলের কোনো নেতা মন্তব্য করতে চাননি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় দলের সাংগঠনিক ও রাজনৈতিক এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। দলটির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, সংসদ নির্বাচন বর্জন করে এখন উপজেলা নির্বাচনে যাওয়া ঠিক হবে না। কারণ, নির্বাচনে গেলে নেতাকর্মীদের ওপর নতুন করে হামলা-মামলা বাড়বে। এমনিতেই গতবছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। এখনো হাজার হাজার নেতাকর্মী ঠিকমতো বাসাবাড়িতে থাকতে পারেন না। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত অধিকাংশ নেতাকর্মীই জামিন পাননি। তা ছাড়া, এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না, তা বারবার প্রমাণিত। জাতীয় সংসদ নির্বাচনে তা ফের প্রমাণিত হয়েছে। ফলে নির্বাচনে গিয়ে যেমন জয়লাভের কোনো সম্ভাবনা নেই, তেমনি সংসদ নির্বাচন পুনরায় অনুষ্ঠানের যে দাবি তোলা হয়েছে তা দুর্বল হয়ে পড়বে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল কালবেলাকে বলেন, ‘আমরা কলঙ্কিত দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছি। দেশের মানুষও ওই নির্বাচন বর্জন করেছে। এখন উপজেলা নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের তেমন কোনো আগ্রহ নেই। এ বিষয়ে কোনো আলোচনা ও সিদ্ধান্ত হয়নি। সবকিছু পর্যবেক্ষণ করে দলের নীতিনির্ধারণী ফোরামে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘কীসের উপজেলা নির্বাচন? আমরা তো দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছি। জাতীয় নির্বাচন করিনি। এখন উপজেলা নির্বাচনে গিয়ে অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না।’
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে ২০২২ সাল থেকে রাজপথে নামে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। দলটি ২০২১ সালের মার্চের পর থেকে সরকারের অধীনে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। বরং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় তৃণমূলের অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে ২০২২ সালে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার ও মনিরুল হক সাক্কু নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে দল থেকে তাদের বহিষ্কারের ঘটনা ছিল উল্লেখযোগ্য।