Home / বগুড়ার খবর / শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিভিন্ন অপরাধে জড়িতের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮জানুয়ারি) রাত থেকে শুরু করে শুক্রবার (১৯জানুয়ারি) দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে বারো দশমিক পাঁচ গ্রাম হেরোইন, পাঁচশ’ গ্রাম গাঁজা ও পঞ্চান্ন পিচ মরণনেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে ওই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রথমদিনেই পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিয়োগে ২৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক শুক্রবার বিকালে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Check Also

কাহালুতে প্রতিপক্ষের মারপিটে আহত এক বৃদ্ধের মৃত্যু

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে আহত এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকালে কাহালু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

Contact Us