শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় ম্যাচে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রোমাঞ্চকর ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম।
শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৭ রান করে সিলেট। জবাবে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় চট্টগ্রাম।
লক্ষ্যে তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ২ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে ব্যাট চালাতে থাকেন আভিষ্কা ফার্নান্দো। ২৩ বলে ৩৯ রান করে বোল্ড আউট হন তিনি।
এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেনি ইমরানুজ্জামানও। মাশরাফীর প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। এতে দলীয় ৬০ রানে তিন উইকেটে হারিয়ে চাপে পড়ে বন্দরনগরীর দলটি।
এরপর দীপু ও নাজিবুল্লাহর ১২১ রানের জুটিতে ব্যাটে জয় ছিনিয়ে নেয় চট্টগ্রাম। ৩৯ বলে ৪ ছক্কা ও চার বাউন্ডারিতে ৫৭ রানে অপরাজিত থাকেন দীপু। নাজিবুল্লাহ ৬১ রান করেন ৩০ বলে ৩ বাউন্ডারি ও চার ছক্কার সৌজন্যে।