শেরপুর নিউজ ডেস্ক:অবশেষে গুঞ্জনই সত্য হলো। শেষ পর্যন্ত সেই বিয়ে টিকল না। টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই বিয়ে করলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শোয়েব।
শোয়েবের নতুন স্ত্রী সানা জাভেদ পাকিস্তানি অভিনেত্রী। তবে সবার মাঝে কৌতুহূল, কে এই সানা জাবেদ?
সানাকে নিয়ে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ১৯৯৩ সালের ২৫ মার্চ সৌদি আরবের জেদ্দায় তার জন্ম। তার মা-বাবা দুজনই পাকিস্তানি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সাড়ে আট মিলিয়ন। বিয়ের ঘোষণার পর ইনস্টাগ্রামে নিজের নাম বদলে ‘সানা শোয়েব মালিক’ দিয়েছেন এই অভিনেত্রী।
খুব কম বয়স থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন সানা। ১৭-১৮ বছর বয়সে মডেল হিসেবেও নাম করেছিলেন।
সানা পড়ালেখা করেছেন জেদ্দার ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুলে’। স্কুলের গণ্ডি পার করে পরিবারের সঙ্গে জেদ্দা ছেড়ে করাচিতে চলে আসেন তিনি। ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সময় সানাদের পৈতৃক বাড়ি ছিল ভারতের হায়দ্রাবাদে। পরে তারা পাকিস্তানে চলে যান। শোয়েবের সাবেক স্ত্রী সানিয়ার শিকড়ও এই হায়দ্রাবাদেই।
সানা জাবেদ পাকিস্তানের উর্দু ভাষার টেলিভিশনের পরিচিত মুখ। ২০১২ সালে পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘শের-ই-জাত’ দিয়ে মিডিয়া জগতে অভিষেক হয় তার। এরপর বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তার মাঝে ‘খানি’, ‘রুশওয়াই’ এবং ‘ডাঙ্ক’ অন্যতম। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘সুকুন’-এ। এখন পর্যন্ত সানা মোট ২৫টি ধারাবাহিক, চারটি টেলিফিল্ম এবং চারটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।
২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘খানি’তে অভিনয় করে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিলেনও সানা।
শোয়েবের আগে সানা বিয়ে করেছেন পাকিস্তানের গায়ক ও গীতিকার উমাইর জসওয়ালকে। ২০২০ সালে সেই বিয়ের পর সংবাদমাধ্যম সিয়াসত ডেইলি জানিয়েছিল, বিয়ের কিছুদিন পরই দুজনে আলাদা বসবাস শুরু করেন। পরে জসওয়ালের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সানার।