শেরপুর নিউজ ডেস্ক:এবার ইস্টবেঙ্গলের লাল–হলুদ জার্সি পরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার সানজিদা আক্তার। ভারতের নারী ফুটবল লিগে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ফুটবলার হতে যাচ্ছেন সানজিদা।
এর আগে ভারতের কিকস্টার্ট এফসির হয়ে খেলে এসেছেন সাবিনা। খেলেছিলেন সেথু এফসির হয়ে। গত রবিবার ভিসা হাতে পেয়ে পরদিনই ভারতে চলে গেছেন সাবিনা। সেখানে দলের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন এই টাইগার ক্যাপ্টেন।
সানজিদার ইস্টবেঙ্গলে খেলার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা শাখার প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘আমরা সানজিদাকে ছাড়পত্র দিয়েছি। সে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে যাবে। ভারত থেকে আমাদের কাছে দুজন ফুটবলারের জন্য প্রস্তাব এসেছিল। আমরা সাবিনা আর সানজিদাকে ছাড়পত্র দিয়েছি।
জানা গেছে সানজিদা ভারতের ভিসা পেয়েছে। এই প্রথম বিদেশর মাটিতে সে কোন ক্লাবের হয়ে খেলতে গেল।