সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / আরও ৩৮ জনের করোনা শনাক্ত

আরও ৩৮ জনের করোনা শনাক্ত

শেরপুর নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৮১ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৮৬১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ২২০ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Check Also

শেরপুরে ঈদের ছুটিতেও প: প: বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিলো

শেরপুর নিউজ ডেস্ক: ঈদ-উল-ফিতরের ছুটিতেও বগুড়ার শেরপুরে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীরা নিরবিচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us