শেরপুর নিউজ ডেস্ক: অনলাইনভিত্তিক নারীদের সামাজিক উন্নয়ন সংস্থা ‘আমি অনন্যা’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়। শনিবার (২৭ জানুয়ারি) শহরের জলেশ্বরীতলাস্থ ল্যান্ড মার্ক কনফারেন্স রুমে দুপুর থেকে রাত পর্যন্ত চলা ওই আয়োজনে ছিল ‘আমি অনন্যা’র নতুন কমিটির পরিচিতি, শপথ বাক্য পাঠ, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
আট থেকে আশি’র নারীদের পদচারণায় পুরো অনুষ্ঠান স্থল যেন হয়ে উঠেছিল বগুড়ার নারীদের মিলনমেলা। তাদের সৌন্দর্য্য ও অভিব্যক্তি দেখে মনে হয়েছে প্রত্যেকেই যেন একেকজন অনন্যা। বিকেলের আয়োজনে ছিল আলোচনা সভা। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবা বেগম।
সংগঠনের সভাপতি উম্মে ফাতেমা লিসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট লেখিকা হোসনে আরা জেমী এবং দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন হাসান।
আলোচনার পর ‘আমি অনন্যা’র সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাম্প শো প্রদর্শন করেন। সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমি অনন্যা’র সাধারণ সম্পাদক শারমিন সুমনা।