শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ৬২ আসনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ বৈঠক হবে। আগামী পাঁচ বছর জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকা কী হবে, সংরক্ষিত নারী আসনের বিষয়ে তাদের মতামতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে আজকের এই বৈঠক থেকে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে ৫৮ জনই সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। জাতীয় সংসদে তাদের ভূমিকা কী হবে, এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন স্বতন্ত্র এমপিরা। আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রায় সবাই আওয়ামী লীগের পদধারী নেতা হলেও দ্বাদশ জাতীয় সংসদে তাদের আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে গণ্য করা হবে না। সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবেই তাদের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়টি আজকের বৈঠকে সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের স্পষ্ট করে দিতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া সামনে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে এবারই প্রথম দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীরা অন্তত ১০টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছেন। তাই দলীয় ও স্বতন্ত্র জোটের মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। সংরক্ষিত এ ১০টি নারী আসনের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান কী, সেটাও সংসদ নেতা জানার চেষ্টা করবেন।