সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

 

শেরপুর নিউজ ডেস্ক: মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। রবিবার (২৮ জানুয়ারি) শ্রীলঙ্কাকে স্বাগতিকরা মাত্র ১ রানে হারিয়েছে। কক্সবাজারে শুরুতে টস জিতে রাবেয়া খানের ৪০ বলে ৫০ রানে ৬ উইকেটে ১১৪ রান করে স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করতে পারে ১১৩ রান।

অথচ শেষ ওভারে লঙ্কানরা যে অবস্থায় ছিল তাতে নিশ্চিত পরাজয়ের মুখে ছিল বাংলাদেশই। শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৯ রান। হাতে ৭ উইকেট। ইনিংসে আগে বল না করা জান্নাতুল প্রথম বল করতে আসেন শেষ ওভার। লেগ স্পিনার জান্নাতুল শুরুটা যেভাবে করেছিলেন তাতে শ্রীলঙ্কার জয়টা আরও সম্ভাব্য হয়ে উঠে। প্রথমে এসেই দেন নো বল। সেখান থেকে ২ রান পায় শ্রীলঙ্কা।

পরের বলেও আসে ২। তার পর ৫ বলে দরকার পড়ে ৪ রান। ঠিক এই সময়ে কিপ্টে হয়ে উঠেন জান্নাতুল। ৫ বলে ২ রান দিয়েছেন। নিজে একটি উইকেট নেওয়ার পাশাপাশি শেষ বলে রানআউটও করেছেন একটি। তাতে ১ রানের অবিশ্বাস্য জয়ের আনন্দে মাতে স্বাগতিক দল। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম তিন ম্যাচের সবগুলোই জয় পেয়েছে।

Check Also

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us