সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ৬৪ জেলায় পিঠা উৎসব শুরু ৩১ জানুয়ারি

৬৪ জেলায় পিঠা উৎসব শুরু ৩১ জানুয়ারি

শেরপুর নিউজ ডেস্ক: বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ৩১ জানুয়ারি থেকে জাতীয় পিঠা উৎসব-১৪৩০ আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পিঠা উৎসব শেষ হবে ২ ফেব্রুয়ারি। পিঠা উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি বিকাল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব মো:মাহবুব হোসেন উপস্থিত থাকবেন।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান। স্বাগত বক্তৃতা প্রদান করবেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক বাশার খান। পিঠা উৎসব-২০২৪ উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে (লিফট-৬) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Check Also

সাংবাদিকদের জন্য নৈতিকতা আইনও করা দরকার: তথ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত ১৫ বছরে যতটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us