শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় র্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম করিম (৩৪)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার হুদাবালা এলাকার আবু বক্র সিদ্দিকের ছেলে।
বুধবার র্যাব-১২ বগুড়ার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শিবগঞ্জের হুদাবালা এলাকার আনারুলের সাথে আসামি করিমের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ চলছিলো। একপর্যায়ে গত সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে আসামি তার সহযোগীদের নিয়ে আনারুলের উপর হামলা করে এবং তাকে এলোপাথাড়ি জখম করে। পরে বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনারুল মারা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনায় নিহত আনারুলের ছেলে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তখন আসামিকে ধরতে র্যাব অভিযান পরিচালনা করে। একপর্যায়ে রযাব-১২ বগুড়া ও র্যাব-৪ নবীনগর এর যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ঢাকার সাভার থেকে আসামি করিমকে আটক করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে ও মামলার সাজা থেকে মুক্ত হতে আসামি করিম এতদিন আত্মগোপনে ছিল। কিন্তু র্যাবের চৌকস টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।